কিভাবে কোন অভিজ্ঞতা ও বিনিয়োগ ছাড়া লাইটকয়েন (Litecoin) উপার্জন করবেন ঘরে বসে ।।

 কিভাবে কোন অভিজ্ঞতা ও বিনিয়োগ ছাড়া লাইটকয়েন (Litecoin) উপার্জন করবেন ঘরে বসে

ক্রিপ্টোকারেন্সি বিষয়ে এখন অনেকেরই জানা হয়ে গেছে । বিটকয়েনের দাম তো এখন নাগালের বাইরে। ক’জনেরই বা ক্ষমতা আছে যে বিটকয়েন কিনে ষ্টক করবেন আর দাম বৃদ্ধি পেলে বিক্রি করে প্রফিট করবেন এ আশা আজ বাস্তবায়ন করা বড় কঠিন । কিনতে হলে টাকা লাগবে-টাকা লাগবে অলস টাকা, যে টাকা বছর পাঁচেক কয়েনে বিনিয়েোগ বাবত ফেলে রাখলে কোন সমস্যা হবেনা । কয়েন কিনে প্রফিট করা আমার মত অনেকেরই ক্রয়ক্ষমতার বাইরে। জানিনা কখনো কি আর সেই ছয় টাকা, দশ টাকা, হাজার টাকা বা লাখ খানেক টাকা দামে ফিরবে ? বিটকয়েনে দাম যখন অনেকের ক্রয়-ক্ষমতার মধ্যে ছিল তখন ও ওরা বিটকয়েন কিনেননি বা বিশ্বাসই করেননি বরং এ নিয়ে হাসি-তামাশার অন্ত ছিলনা ! আজ সেই বিটকয়েনের দাম ৭০,০০০ হাজার ডলার ($70000) এর থেকে বেশী । আজ আমি দুটো কয়েন নিয়ে লিখবো যেগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে কোন রকম বিনিয়োগ ছাড়া এবং হাজারও কাজের ফাঁকে ঘরে থেকে ইনকাম করতে পারবো। যেমন-

কিভাবে কোন অভিজ্ঞতা ও বিনিয়োগ ছাড়া লাইটকয়েন (Litecoin) উপার্জন করবেন ঘরে বসে


(১) লাইটকয়েন {Litcoin বা ltc}

(২) বি সি এইচ {Bitcoin Hash বা bch}

এই দুটো কয়েন লাইটকয়েন ও বিটকয়েন কেশউপার্জন করতে হলে আমাদেরকে প্রথমে ‍apps install করে নিতে হবে । apps দ্বয়েরinstalling Link নীচে দেয়া হচ্ছে---

লিংক এখানে

কিভাবে কোন অভিজ্ঞতা ও বিনিয়োগ ছাড়া লাইটকয়েন (Litecoin) উপার্জন করবেন ঘরে বসে
কিভাবে কোন অভিজ্ঞতা ও বিনিয়োগ ছাড়া লাইটকয়েন (Litecoin) উপার্জন করবেন ঘরে বসে

          Download Now                                         Download Now

           (1)        https://bitcoinaliens.com/?ref=478113&game=8&pf=2

            (2)     https://bitcoinaliens.com/?ref=478113&game=7&pf=2

দুটোর কাজের ধরণ সম্পূর্ণ এক ও অভিন্ন। লিংকে ক্লিক করলে Playstore এ নিয়ে যাবে । app দুটোর ছবি সংযুক্ত করলাম পরিচয় পাবারজন্য।

 

সংক্ষেপে app দুটোর বিবরণ:

***অত্যন্ত বিশ্বস্হ সাইট ( 100% Trusted ) কাজ করলে বুঝতে পারা যাবে।

*** প্রতি মংগল বারে Instant Withdraw

কাজের ধরণ:

***Hourly Claim

***4Hourly Claim With Play Short Video

***More Option

এই কাজ কাদের জন্য:

***যাদের রাতারাতি বড়লোক হওয়ার তাগিদ নেই…

***যাদের অল্পে সন্তুষ্টি আছে বা ধীরে ধীরে বড়লোক হতে চান

***এই কাজ তাদের জন্য যারা ফ্রিতে আর্ণ করে জমা করবেন বা বিক্রি করে দিবেন…

*** এই কয়েনগুলোর দাম কমবে বাড়বে

*** ধৈর্য ধরে জমা করে রাখলে একদিন লক্ষ টাকার কয়েন হবে এই আশা করা স্বপ্ন নয় তবে ধৈর্য রাখতে হবে না হয বর্তমান মুল্যে বিক্রি করে দিতে পারেন।

কিভাবে বেশী বেশী ইনকাম হবে:

টাইমলি নিজে কাজ করতে হবে পাশাপাশি বেশী উপার্জন করার জন্য রেফার করতে হবে। যত বেশী রেফার করবেন তত বেশী উপার্জন হবে। রেফার একদিনে হবেনা তাই ধৈর্য ধরে রেফার বাড়ান এবং উপার্জন করুন। মনে রাখবেন রেফারের বিকল্প নেই।

কারা এই কাজ করতে পারবেন:


ষ্টুডেন্ট, গৃহিনী, সহ যে কেউ কাজ করতে পারবেন। বয়সের কোন বাধ্যবাধকতা নেই।

উপসংহার:
Litecoin Giveaway and Bitcoin Cash Giveaway এ সাইট দুটোতে আমি নিজে বিগত চার বছর ধরে কাজ করে আসছি আমার কখনো কোন প্রবলেম হয় নাই। যথা সময়ে Payment পেয়েছি। শতভাগ বিশ্বস্হ সাইট। ফাইভ স্টার রিভিউ দিয়েছি চলতি বছরে কোন প্রবলেম না পাওয়ার কারনে। আমি কাজ করছি আমার ছোট্র একটি টিম ও আছে, আপনিও কাজ করে দেখতে পারেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

p